বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:৩৭ পূর্বাহ্ন
তানজীর ফয়সাল:
দামুড়হুদায় ঐতিহ্যবাহী খেজুরের রস আহরণকারী কৃষকদের উদ্বুদ্ধকরণে রস আহরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের উদ্বুদ্ধকরণে কৃষকদের মাঝে রস আহরণকারী মাটির ভার ( রসের হাড়ী) ও গামচা বিতরণ করা হয়েছে। কৃষকদের উদ্বুদ্ধকরণ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা’র উপ- পরিচালক আলী হাসানের
নেতৃত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা খামারবাড়ি’র অতিরিক্ত পরিচালক সরেজমিন উইং, ডিএই মিজানুর রহমান। খেজুরের রস আহরণকারী ২০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে ১৫০ টি মাটির পাত্র (রসের ভাড়) ও গামচা তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, উপজেলা কৃষক সংগঠনের সভাপতি শামসুল ইসলাম প্রমূখ।
অতিরিক্ত পরিচালক মিজানুর রহমান রস আহরণ সামগ্রী বিতরণ করাকালে বলেন, খেজুরের রস ও গুড় যশোর অঞ্চলের সংস্কৃতির সঙ্গে মিশে আছে। খেজুরের রস আহরণকারী প্রিয় কৃষক ভাইদের মাঝে বিনামূল্যে এ রস আহরণকারী সামগ্রী বিতরণ করতে পেরে আমি আনন্দিত।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.