বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:১৩ পূর্বাহ্ন
গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের পােড়াপাড়া ও জুগিন্দা গ্রামের মাঝামাঝি সড়কে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় জুগিন্দা গ্রামের বাবর আলীর ছেলে দু’ছেলে সবজি ব্যবসায়ী মুক্তারুল ইসলামের কাছ থেকে ১১শ টাকা, মুন্টুর কাছ থেকে ১হাজার, শমসের মন্ডলের ছেলে রিয়াজ উদ্দীনের কাছ থেকে ৫শ,আব্দুস সালামের ছেলে সুজন আলীর কাছে থেকে একটি মােবাইলফােন ছিনিয়ে নেয়া হয়।
যাত্রীরাদের মধ্য অধিকাংশই ছিলেন ব্যবসায়ী। গাংনী বাজার থেকে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের ঘটনা ঘটে । মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১০টার দিকে একটি যাত্রীবাহি আলগামন গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা ছিনতাই করে ১০/১৫ জনের একটি ছিনতাই কারিরা।
ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশের এসআই সৈকত মােস্তফা সঙ্গীয় ফাের্স নিয়ে ওই সড়কে অভিযানে যান। গাংনী থানা সূত্র জানায়,ছিনতাইকারীদের আটক করতে পুলিশ ওই এলাকায় অভিযান অব্যাহত রেখেছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.