শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:১৮ অপরাহ্ন
হুমায়ূন কবির, দামুড়হুদা থেকেঃ
মেহেরপুর আড়াই শ বেড হাসপাতালের তত্বাবধায়ক ও দর্শনা মুক্তি ক্লিনিকের পরিচালক ডাঃ রফিকুল ইসলামের বাবা হাজি আজির বক্স আর নেই। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন ইন্না ——— রাজিউন। মৃত্যুকালে স্ত্রী ও ৫ ছেলে সহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন। কেরুজ চিনিকলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা হাজি আজির বক্স গত সোমবার আকস্মিক অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য ভর্তি করা হয় ঢাকা পিজি হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি দেখা দিলে গত পরশু সোমবার রেফার করা হয় এ্যাপোলো হাসপাতালে। এ্যাপালো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তিনি হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। হাজি আজির বক্স শিক্ষা, ধর্মীয় ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। সমাজ সেবক হাজি আজির বক্স’র মৃত্যু খবরে নিজ গ্রাম সহ গোটা দর্শনায় শোকের ছায়া নেমে আসে। গতরাতেই হাসপাতাল থেকে দর্শনা ইসলাম বাজারস্থ নিজ বাসভবনে লাশ আনার জন্য রওনা হয়েছে। হাজি আজির বক্স’র বড় ছেলে ডাঃ রফিকুল ইসলাম জানান, সকাল নাগাদ লাশ নিয়ে পৌছাবেন দর্শনাস্থ বাড়িতে। বেলা ১১ টার দিকে কেরুজ বাজার মাঠে প্রথম জানাযার নামাজ শেষে নেয়া হবে দামুড়হুদার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুরস্থ বাড়িতে। সেখানে ২য় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হতে পারে। পৃথক দুটি স্থানে জানাযার নামাজে সকলকে শরিক হওয়ার অনুরোধ করেছেন ডাঃ রফিকুল ইসলাম।।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.