সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:২৯ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৩০ হাজার টাকা খোয়ালেন রেডিয়েন ফার্মাসিটিক্যাল কোম্পানীর কুষ্টিয়া প্রতিনিধি এনামুল হক। সোমবার দুপুর ২ টার দিকে জীবননগর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে ছেড়ে আসা শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে। এনামুল হক ঝিনাইদহ জেলার বাসিন্দা ও রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানির কুষ্টিয়া ডিপো প্রতিনিধি। অচেতন অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।
জানা গেছে, সকালে এনামুল হক কুষ্টিয়া থেকে কোম্পানির টাকা আদায় করতে দর্শনায় যায়। সেখান থেকে টাকা আদায় শেষে দুপুরে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে বাসের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা এনামুলকে কৌশলে অচেতন করে তার কাছে থাকা নগত ৩০ হাজার টাকা হাতিয়ে নিলেও মোবাইল ফোনটি নিতে পারেনি তারা। বাসটি চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে পৌঁছালে অচেতন অবস্থায় স্থানীয়দের কাছে হস্তান্তর করে বাসের লোকজন।
স্থানীয়দের সহযোগিতায় এনামুলের কাছে থাকা মোবাইল ফোনের সুত্র ধরে চুয়াডাঙ্গার সহকর্মীদেরকে জানালে তারা সেখান থেকে এনামুলকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.