রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪৮ পূর্বাহ্ন
কার্পাসডাঙ্গা থেকে, মেহেদী হাসান মিলন:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা নজরুল স্মৃতি সংসদের উদ্যোগে সোমবার বিকালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত ঐতিহ্যবাহী আটচালা ঘর এবং এখানে দীর্ঘ ২-৩ মাস অবস্থানের নানান বিষয়ে আলোচনা, সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তির ভিডিও ধারণ করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল গফুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম। অতিথি হিসেবে কবিতা ও আলোকপাত করেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার কবি শরীফ সাথী, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা কবি আকলিমা খাতুন, তবলাবাদক নাসিরুদ্দিন’র সহযোগিতায় সংগীত পরিবেশন করেন আফসানা কনা। ১৯৮৫ সাল থেকে অদ্যবদী সার্বিক বিষয়ে সংগঠনটি কিভাবে নজরুলের স্মৃতি আবিষ্কার হয়, জাতীয় স্বীকৃতি পাওয়া বর্ণনা উঠে আসে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারিকুজ্জামান মানিক।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.