শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ১২:২৯ পূর্বাহ্ন
বাগেরহাট থেকে, মেহেদি হাসান নয়ন:
দীর্ঘ ১০ বছর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬ ই জানুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর বাগেরহাটের মংলা পৌরসভা নির্বাচন। সীমানা জটিলতা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হওয়ায় নির্বাচন কমিশন থেকে তফসিল ঘোষণার পরই জমে উঠেছে এই বন্দর নগরীর নির্বাচন। পুরো পৌর এলাকা ছেয়ে গেছে প্রার্থীদের পোস্টার ও ব্যানারে। পুরোদমে প্রচার ও প্রচারণা চালাচ্ছে বিএনপি থেকে ধানের শীষের প্রার্থী বর্তমান মেয়র শেখ জুলফিকার আলী এবং আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান। কাউন্সিলর প্রার্থীগনও স্ব স্ব ওয়ার্ডে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এবারই প্রথম এ পৌরসভায় ইভিএমের মাধ্যমে ভোট গ্রহন হতে যাচ্ছে। নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর ৩৫ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। পৌরসভায় সাধারণ ভোটারের সংখ্যা ৩১ হাজার ৫২৮ জন। পুরুষ ভোটার ১৬ হাজার ৬৮১ জন ও মহিলা ভোটার ১৪ হাজার ৮৪৭ জন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.