বুধবার, ০৩ মার্চ ২০২১, ১২:০০ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বেলা ১০টায় পৌর এলাকার ৫নং ওয়ার্ডের ইসলামপাড়ায় নির্মাণ কাজের উদ্বোধন করেন নব-নির্বাচিত পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন।
এ সময় জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম শাহান, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান, ঠিকাদার সাইফুল ইসলাম, নব-নির্বাচিত ৫নং ওয়ার্ড কাউন্সিলর মুন্সি আলাউদ্দিন আহম্মেদ আলা, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিনারুল ইসলাম, পৌর আওয়ামী লীগ নেতা সুজাউদ্দিন, কামরুল হাসান লিটন, ওয়ার্ড যুবলীগ সভাপতি হাফিজুর রহমান পান্না, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম মিন্টু, ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ ও হাফিজুর রহমান হ্যাপীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দো’আ পরিচালনা করেন নব-নির্বাচিত কাউন্সিলর মুন্সি আলাউদ্দিন আহম্মেদ।
জেলা পরিষদের প্রকৌশলী জানান, ইসলামপাড়ার মাবুদের বাড়ী থেকে লিটনের বাড়ী পর্যন্ত ৬৬ মিটার দৈর্ঘ্য ও সাড়ে ৮ ফুট চওড়া ফ্লাট সোলিং এ রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১ লাখ টাকা।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.