রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ১০:৩০ পূর্বাহ্ন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা সকল কর্মকর্তা একসঙ্গে মিলিত হয়ে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বনভোজনে আয়োজন করে। অফিসের কঠিন দায়িত্ব পালন, কাজের গতি আরো বেগবান করার জন্য মাঝে মাঝে প্রয়োজন রিফ্রেশমেন্ট। দামুড়হুদার সকল সম্মানিত কর্মকর্তার আগ্রহ আর আন্তরিক অংশগ্রহণে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বনভোজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানের সময় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, স্বধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিস্হলে দামুড়হুদা অফিসার্স ক্লাব এর পক্ষ থেকে জাতির পিতার প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়া শেখ রাসেল ইকো পার্ক, পদ্মা সেতু দর্শনসহ রাফেল ড্র ও অন্যান্য আয়োজনে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্যমন্ডিত হয়েছে বনভোজনের সকল আয়োজন।দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা স্যারের প্রতি, আন্তরিক ধন্যবাদ জানাই টুঙ্গীপাড়ার নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, টুঙ্গীপাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি দেদারুল ইসলাম, যাদের আন্তরিকতা, সহোযোগিতায় বর্ণিল হয়েছে। আমাদের বনভোজনের
প্রতিটি মুহূর্ত। ধন্যবাদ জানাই দামুড়হুদার সকল কর্মকর্তার প্রতি যাদের সরব উপস্হিতিতে মুখরিত হয়েছে বনভোজনের সমস্ত আয়োজন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.