সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:১২ পূর্বাহ্ন
আলমগীর কবির, দর্শনা থেকেঃ
দর্শনা প্রেসক্লাবের সকল সদস্য এক কাতারে দাড়িয়েছেন সাধারণ সভায় সাংবাকিদর মিলন মলায় পরিণত হয়ছে। নিজেদের মধ্যে সকল মনমালিন্য ভুল সর্বসম্মতিক্রমে প্রেসক্লাব ও সাংবাদিক সমিতির কমিটি ঘাষনা করা হয়। দর্শনা প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাধারণ সম্পাক হারুন রাজু এবং সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন ও সাধারণ সম্পাদক এসএম ওসমানকে মনানীত করে১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘাষনা করা হয়ছে। শনিবার বেলা ১১ টার সময় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সাধারণ সভার সভাপতিত্ব করন ক্লাবের সভাপতি মনিরুজ্জামান ধীরু। বার্ষিক আয়-ব্যায়র হিসাব তুলে ধরনে সাধারণ সম্পাদক আওয়াল হোসেন। সাবেক সভাপতি হানিফ মন্ডলর প্রাণবন্ত উপস্হানায় সর্বসম্মতিক্রমে গঠিত কমিটির নাম ঘোষনা করনে সাবেক সভাপতি ইকরামুল হক পিপুল। ঘোষিত প্রেসক্লাবের কমিটিত সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহ-সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন রাজু, সহ-সম্পাদক নজরুল ইসলাম, সাংগাঠনিক ও অর্থ সম্পাদক মাহমুদ হাসান রনি, তথ্য প্রযুক্তি সম্পাদক মেহদী হাসান তুহিন, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রিড়া বিষয়ক সম্পাদক রাজিব মল্লিক, দপ্তর সম্পাক সাব্বির আলীম, কার্যনির্বাহী সদস্য ইয়াসির আরাফাত মিলন, আহসান হাবীব মামুন ও ইকরামুল হক পিপুলর নাম ঘোষনা করা হয়ছে। সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সহ-সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক এসএম ওসমান,যুগ্ন সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজু রহমান কচি, তথ্য প্রযুক্তি সম্পাদক তারিক জামান, সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রিড়া সম্পাদক আজিম উদ্দিন আহমদ, দপ্তর সম্পাদক মুনজুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এফ,এ আলমগীর, চঞ্চল মহমুদ ও হানিফ মন্ডল। উপস্হিত ছিলন সাংবাদিক জিল্লুর রহমান মধু। প্রসক্লাব ও সাংবাদিক সমিতির নবগঠিত কমিটির সকলকে অভিনন্দন জানিয়ছেন, চুয়াডাঙ্গা-২ আসনর সংসদ সদস্য, প্রেসক্লাবর প্রধান পৃষ্টপোষক হাজি আলী আজগার টগর, দামুড়হুা উপজলা পরিষদর চেয়ারম্যান জনাব আলী মুনছুর বাবু, দর্শনা পৌর ময়র, প্রেসক্লাবের উপদেষ্টা মতিয়ার রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহবুর রহমান কাজল, ইন্সপক্টর (তদন্ত্র) শেখ মাহবুবুর রহমান, কেরু,র চিনিকলর ভারপ্রাপ্ত মহ-ব্যবস্হাপক শেখ শাহাব উদ্দীন ও দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গালাম ফারুক আরিফ,দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি নুরুন নবী, সাধারণ সম্পাদক বখতিয়ার হাসন বকুল, হিজলগাড়ি প্রসক্লাবর সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সলিম উদ্দিন ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর নেতৃবৃন্দ।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.