শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৫:১৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
এশিয়ান জার্নালিস্ট হিউমেন রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন-মহাসচিব মাহারুক খান এজাহিকাফ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আ ক ম মোজাম্মেল হক( এমপি) মহোদয় প্রধান অতিথি হিসেবে এশিয়ান জার্নালিস্ট হিউমেন রাইটস এন্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) এর কেন্দ্রীয় সিনিয়র যুগ্ন-মহাসচিব,যুক্তফ্রন্ট কালচারাল সোসাইটির চেয়ারম্যান মাহারুক খানের হাতে এ এওয়ার্ড তুলে দেন।অভিনয়,সমাজসেবা ও মানবকল্যানে বিশেষ অবদানের জন্য মাহারুক খান শেরে বাংলা গোল্ড অ্যাওয়ার্ড,মাদার তেরেসা অ্যাওয়ার্ড,আজকের বিনোদন অ্যাওয়ার্ড,বাংলাটিভি৭১ পুরস্কারসহ অনেক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.