শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৪:৫৯ পূর্বাহ্ন
খুলনা থেকে, স্বপন কুমার রায়
মুজিব জন্মশত বার্ষিকী ও বিজয় দিবস উপলক্ষে খুলনারদাকোপের বানিশন্তার পিনাক পানি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ৪ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার বিকালচারটার দিকে অনুষ্ঠিত হয়। দু’দলে বিদেশী খেলোয়াড অংশ নেয়। চুড়ান্ত খেলাটিতে প্রতিদদ্বিতা করেন দাকোপ এলেভেন জুয়েল বনাম পার্থ প্রতিম ফুটবল একাদশ। খেলাটি নিদিষ্ট সময়ে এক এক গোলে উপনিত হলে ট্রাইব্রেকারে গড়ায় পার্থপ্রতিম একাদশ তিন দুই গোলের ব্যবধানে শিরোপা লাভ করে।উক্ত খেলায় চেয়ারম্যান সুদেব কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপাস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শেখ আবুল হোসোন,বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দাকোপ ইউপি চেয়ারম্যান বিনয়কৃষ্ণ রায়, চেয়ারম্যান সরোজিত কুমার রায়, পরিমল রপ্তান, বিনয় কৃষ্ণ সরদার, পার্থপ্রতিম রায়, সন্জিব রায় প্রমুখ। বিজয়ীদল পার্থ প্রতিম একাদশ কে একটি ফ্রীজ ও রানাসআপ দলকে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার হিসাবে দেওয়া হয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.