সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:৪২ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর বাজার এলাকা থেকে ১৫০ গ্রাম গাঁজা সহ মুকুল (৩৮) নামে এক যুবককে আটক করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার (৭ই জানুয়ারি) সকাল সাড়ে এগারোটার দিকে উপজেলার সাফদারপুর বাজার সংলগ্ন দাঊদ হোসেনের বাড়ির এলাকা থেকে তাকে আটক করে মডেল থানা পুলিশের একটি টিম।
আটককৃত আসামি মুকুল সাফদারপুর ইউনিয়নের সুয়াদি গ্রামের রুস্তম আলীর ছেলে।মডেল থানা পুলিশের এসআই তৌফিক আনাম জানান, থানা পুলিশের মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে সঙ্গীয় এস আই জাহিরুল ইসলাম ও কর্তব্যরত ফোর্স সাথে নিয়ে বৃহস্পতিবার সকালে উপজেলার সাফদারপুর বাজার এলাকায় অভিযানকালে সন্দেহাতীতভাবে মুকুল নামে এক যুবককে আটক করা হয়।সে পেশায় একজন মিশুক চালক। এসময় তার কাছে তল্লাশী করলে ১৫০ গ্রাম পাওয়া যায়।
আটক আসামীর বিরুদ্ধে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলার প্রক্রিয়াধীন চলছে।সত্যতা নিশ্চিত করেছেন মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল আলম।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.