সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
মুজিবনগর থেকে, সোহাগ মণ্ডল:
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের বিশ্বনাথপুর কদম তলার মোড়ে দুই মুদি ব্যবসায়ী হাসান স্টোর ও টুটুল স্টোরের ৭ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মুজিবনগর উপজেলা নির্বাহি অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার ।
অভিমানে জাপান টোব্যাকো কোম্পানীর গড়ৎব সিগারেটের বি জ্ঞাপন বোর্ড রাখার অপরাধে ও পুরাতন স্বাস্থ্য সতর্কতা সম্বলিত কনা বিড়ি, ও হাকিমপুরী জর্দা রাখার অপরাধে দু,টি দোকান মালিকে হাসানুজ্জামান পিতা ওয়াজেদ আলী ও বাচেনা খাতুন জং আরজ আলীর বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে, ধুমপান ও তামাকজাত দ্রুব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ৫, অনুযায়ী জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত এবং বিজ্ঞাপন সামগ্রী ও পুরাতন বিড়ি ও হাকিমপুরী জর্দা জব্দ করা হয়।
এ সময় জেলা খাদ্য পরিদর্শক তরিকুল ইসলাম ও মুজিবনগর থানার এসআই আজম উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.