মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে ৪ বোতল ফেনসিডিল ও দুইটি মোটরসাইকেল সহ ৪ জন মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার সময় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক এর নেতৃত্ব কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের এসআই মোঃ আতিকুর রহমান জুয়েল, এএসআই মোঃ জাহিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে দামুড়হুদা থানাধীন কার্পাসডাঙ্গা গ্রামস্থ খ্রিস্টিয়ান করবস্থান ক্রাইষ্ট চার্চ, চার্চ অব বাংলাদেশ এর গেটের সামনে কার্পাসডাঙ্গা টু কুতুবপুরগামী পাকা রাস্তার উপর থেকে ৪ জন মাদক ব্যাবসায়িকে আটক করে পুলিশ। এ সময় আটককৃত আসামিদের কাছ থেকে ৪ বোতল ফেন্সিডিল ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃত আসামিরা হলেন আলমডাঙ্গার
মুন্সিগঞ্জের মোঃ খয়বার আলীর ছেলে মোঃ আলমগীর হোসেন (৩২),মোঃ সিদ্দিক আলীর ছেলে মোঃ ইবনে সাঈদ রাজা (৩৫),মোঃ ইসমাইল হোসেনের ছেলে মোঃ ওমর ফারুক সুমন (২৫), এবং আলমডাঙ্গার
হৈদারপুরের মোঃ আব্দুল আলীর ছেলে মোঃ কামাল পারভেজ জুয়েল (২৫),দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেক বলেন আটককৃত
আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.