সোমবার, ০১ মার্চ ২০২১, ০৪:৩৫ পূর্বাহ্ন
গাংনী থেকে ফিরে, কামাল হোসেন খাঁন:
আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী ও পৌরসভার বর্তমান মেয়র আশরাফুল ইসলাম সাংবাদ সম্মেলন করেছেন। রোববার বিকেলে মেয়র আশরাফুল ইসলাম তার নিজ বাসভবনে সাংবাদিক সম্মেলন করেন।
সাংবাদিক সম্মেলনে মেয়র আশরাফুল ইসলাম অভিযোগ তুলে বলেন, আমি গাংনী পৌরসভা নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনে নেমেছি।কিন্তু আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আহম্মেদ আলীর লোকজন আমার প্রচার মাইক ভাঙচুর করেছেন। বর্তমান আমার লোকজনকে নানানভাবে হুমকী অব্যাহত রেখেছে। তাই নির্বাচনে যেনো ভোটাররা নির্বিগ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে সাংবাদিকসহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.