শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:২৮ পূর্বাহ্ন
শীতকাল এসে গিয়েছে সুপর্ণা। প্রেমের মরশুম চারদিকে। সেই মেজাজেই রয়েছেন টেলি অভিনেত্রী সন্দীপ্তা সেন। আর সেই মরশুমকে উপভোগ করতেই দু’হাত দিয়ে নিজেকে জড়িয়ে ধরলেন অভিনেত্রী। আর বললেন, ‘আকে দিওয়ানে মুঝে সিনে সে লাগা!’
বলি পাড়ার একাধিক ‘ওপেন সিক্রেট’-এর মতোই অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ও সন্দীপ্তাকে নিয়ে ফিসফাস চলে। যদিও তাঁরা দু’জনে কোনও দিনই তাঁদের সম্পর্ককে ‘বন্ধুত্ব’ ছাড়া অন্য কোনও নাম দেননি সামনা সামনি। তাই স্পষ্ট করে কিছুই বলা যাবে না। কিন্তু অভিনেত্রীর সাম্প্রতিকতম ভিডিয়োটি দেখে তাঁর খোশমেজাজের কথা সবাই বুঝতে পারছেন।
‘কুলি নম্বর ওয়ান’ ছবির জনপ্রিয় গান ‘গোরিয়া চুরানা মেরা জিয়া’-র তালে তালে পা মেলালেন সন্দীপ্তা। গাছপালার মাঝে লম্বা পাথরের রাস্তা জুড়ে নাচলেন তিনি। পরনে ছিল সাদা টপ, শর্ট ডেনিম আর সাদা শ্রাগ। ভিডিয়োর ক্যাপশনে লিখলেন, ‘ক্রেজি টাইম’।
সূত্র: আনন্দ বাজার পত্রিকা
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.