বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:৪২ অপরাহ্ন
খুলনা থেকে, স্বপন কুমার রায়: খুলনার দাকোপ রির্পোটাস ক্লাব ও বাংলদেশ প্রেসক্বাব দাকোপ শাখার সহ-সভাপতি দেবাশীষ বাইনের পিতা স্বর্গীয় ভবেন্দ্র নাথ বাইন এর ৬ষ্ঠ তম মৃত্যুবার্ষিকী ১ জানুয়ারী শুক্রবার তার নিজ বাস ভবনে পালিত হয়। ২০১৫ সালের ১ জানুয়ারী তার নিজ বাসভবনে রাত তিনটার দিকে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৬৭ বছর।তিনি চারজন পুত্র সন্তান রেখে মৃত্যু বরন করেন। এসময় উপস্হিত থেকে তার আত্নার শান্তি কামনায় এলাকার সুধিজন, গনমাধ্যম কর্মিরা আত্নীয় স্বজন অসংখ্য গুনগ্রাহী সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা ও আত্নার সদগতি কামনা করেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.