শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৪৬ পূর্বাহ্ন
বারাদী প্রতিনিধিঃ
মেহেরপুর সদর উপজেলার নব গঠিত বারাদী ইউনিয়নের মোমিনপুর গ্রামে টেলিসামাদ (৪০) ও বাবু (৩৫) নামের দুই সহোদর কে কুপিয়ে গুরুত্বরভাবে আহত করেছে । সমবার বিকেলে মোমিনপুর গ্রামে এ ঘটনা ঘটে। টেলিসামাদ ও বাবু একই এলাকার লুৎফর রহমানের ছেলে। ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল সোমবার দুপুরের দিকে টেলিসামাদ তার চাচাতো ভাই বিপ্লবের জমির ওপর দিয়ে হেঁটে যাওয়াকে কেন্দ্র করে মাঠে টেলিসামাদ ও বিপ্লবের কথা তর্ক বিতরক হয়। মাঠের ঘটনাকে কেন্দ্র করে চাচা আমিরের ছেলে বিপ্লব ও জুলফিকার একই এলাকার গরীবুল্লা ছেলে সজল, দশারতের ছেলে আজিজুল তাদেরকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে টেলিসামাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল রেফার করা হয়। খবর পেয়ে বারদী ক্যাম্প ইনচার্জ এসআই আব্বাস আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.