সোমবার, ০৮ মার্চ ২০২১, ০১:১১ পূর্বাহ্ন
দামুড়হুদা থেকে বিশেষ প্রতিনিধি:
দামুড়হুদার নাপিতখালী- বদনপুর দারুস সুন্নাহ হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং’য়ের নূরানী কিন্ডারগার্টেন শাখার নতুন বই বিতরণ করা হয়েছে।
জানা গেছে, দামুড়হুদা উপজেলা সদরের নাপিতখালী-বদনপুর মোড়ে নির্মাণাধীন দারুস সুন্নাহ হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং’য়ের নব-নির্মিত নূরানী কিন্ডারগার্টেন শাখার ছোট্ট ছোট্ট সোনামনিদের হাতে নতুন বছরের বই মাদ্রাসার সভাপতি রবিউল আলম মন্টু’র সভাপতিত্বে সকাল ১০ টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণে তুলে দেওয়ার মধ্য দিয়ে কিন্ডারগার্টেনের সূচনা করা হয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানকালে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুফতি শরিফুল ইসলাম, মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মাও. শফিকুল ইসলাম শফি, ক্বারী মাও. হাবিবুল্লাহ ওয়াশিম, সদস্য মাহাবুব আলী মাষ্টার, শিক্ষক জাহিদ হাসান, বনি আমিনসহ উপস্থিত সকল ছাত্র- ছাত্রী ও অবিভাবকদের হাতে অতিথিরা নতুন বছরের নার্সারী, ১ ম ও ২ য় শ্রেণীর বই তুলে দেন।
অনুষ্ঠানে সকল বক্তারা অভিভাবকদের উদ্দেশ্য বলেন- আপনারা আপনাদের সোনামনিদেরকে যে কোন প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে আমাদের নাপিতখালী-বদনপুর দারুস সুন্নাহ হাফিজিয়া ক্বওমীয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং’য়ে কিন্ডারগার্টেন শাখায় ঘুরে দেখার পর সিদ্ধান্ত নিন। অত্র প্রতিষ্ঠানটি নূরানী তালিমুল কুরআন বোর্ডের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত। বিশুদ্ধ কোরআন হাদীস ও প্রয়োজনীয় মাসায়েল শিক্ষাদান, বাংলা, ইংরেজী, গণিতসহ প্রয়জনীয় শিক্ষা দান প্রদান। আরবি বাংলা ও ইংরেজী হাতের লেখার উপর বিশেষ গুরুত্ব দেওয়া। বার্ষিক পরীক্ষার যাবতীয় কার্যক্রম, বোর্ড কতৃক সংগৃহিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এমনভাবে তৈরী করতে চেষ্টা করা হবে যাতে সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানে অতন্ত্য কৃতিত্বের সাথে ভর্তি হওয়ার সুযোগ পাবে ইনশাআল্লাহ। মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের বহনের জন্য ভ্যানের ব্যবস্থা থাকবে। আগামী জানুয়ারী’র প্রথম সপ্তাহ থেকে ক্লাস শুরু হবে। ভর্তি কার্যক্রম চলছে। সমগ্র অনুষ্ঠানটি পরিচালা করেন হাফেজ. সামসুজ্জোহা।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.