সোমবার, ০১ মার্চ ২০২১, ০৩:৪৮ পূর্বাহ্ন
কামাল হোসেন খাঁন :
মেহেরপুরের গাংনী উপজেলার ফতাইপুর গ্রামে ভীমরুলের কামড়ে মা-মেয়েসহ তিন মহিলা আহত হয়েছেন। আহতরা হলেন-ফতাইপুর গ্রামের আব্দুল মজিদের স্ত্রী সেলিনা খাতুন (৪৮),আব্দুল মজিদের মেয়ে জুলেখা খাতুন (১৩) ও প্রতিবেশী আনোয়ার হোসেনের স্ত্রী নুরজাহান খাতুন (৩৫)।
২৭ (ডিসেম্বর) রোববার সকাল ১১টার দিকে বাড়ির নিজ বাড়িতে ভীমরুলের কামড়ে আহতের ঘটনা ঘটে।
আহতদের পারিবারিক সূত্র জানায়,সেলিনাদের বাড়ির উঠানের একটি আমগাছে ভীমরুলের বাসা বাঁধে। ওই বাসাটিতে আজ সকালে পাখিতে হানা দেয়। এসময় ক্ষিপ্ত হয়ে ভীমরুলে সেলিনা ও তার মেয়ে জুলেখাকে কামড় দেয়। প্রতিবেশী নুরজাহান তাদের উদ্ধারে করতে এগিয়ে আসলে, নুজাহানকে কামড় দেয়। পরে প্রতিবেশীরা আগুনের ধোয়া নিয়ে ওই বাড়িতে প্রবেশ করে তাদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এমকে রেজা জানান,আহতদের শরীরে ভীমরুলের একাধিক কামড়ের ক্ষত পাওয়া গেছে। তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.