বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০১:৪৫ অপরাহ্ন
রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট জেলা প্রতিনিধি,
আজ রবিবার ( ২৭ ডিসেম্বর) লালমনিরহাটের বড়বাড়ীতে, রংপুর-কুড়িগ্রাম মহসড়কে ঢাকা থেকে কুড়িগ্রাম গামী হানিফ বাসের চাপায় পড়ে পচা মিয়া, পিতা আকবর আলী, নামের এক যুবক মৃত্যু বরণ করেন। মটর সাইকেলে ২ জন আরোহী ছিল, পিছনে বসা লোকটি লাফ দিয়ে নেমেছিল কিন্তু সাইডে থাকা সত্তেও হানিফ, ঢাকা মেট্রো ব ১৪-৪০৫৯। বাসটি ধাক্কার মারলে মোটর সাইকেলটি বাসের নিচে চলে যায় এবং একটি দোকানে লাগায় দিয়ে উল্টায় ফেলে এবং মালামাল নষ্ট হয়। এতে দোকানে বসে থাকা ব্যক্তির পা ভেঙ্গে যায় একং তৎক্ষণাৎ তাকে হাসপাতালে পাঠানো হয়। মৃত পচা মিয়ার বাড়ি পঞ্চগ্রাম ইউনিয়নের বৈরাগীকুমোর রাস্তাটিতে আগে গতি রোধক থাকলেও বর্তমানে নেই। কিন্তু দেখা যায় এই স্থানগুলোতে বেশি বেশি দূর্ঘটনা হয়। এলাকাবাসির দাবি, গতিরোধক ব্যাবস্থা করাসহ, এই রাস্তায় যেন যান বাহন নিম্নগতিতে চলে সে ব্যাবস্থা করতে হবে। ঘটনাস্থলে লালমনিরহাট সদর ফায়ারসার্ভিসের কর্মকর্তা এবং পুলিশসদস্য ছিল।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.