বৃহস্পতিবার, ২২ এপ্রিল ২০২১, ১২:২৮ পূর্বাহ্ন
তিতুদহ (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গা সদর উপজেলা নবগঠিত গড়াইটুপি ইউনিয়নে লাইসেন্স বিহীন অবৈধ ইট ভাটায় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকাল ৪টার সময় গড়াইটুপির ছিলিন্দিপাড়া মাঠে অনুমোদন বিহীন জে বি এম ইটভাটায় এ অভিযান পরিচালনা করে এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান (সহকারী কমিশনার ভূমি)।
এ সময় আইনের তোয়াক্কা না করে চাষের জমি নষ্ট করে অনুমতি বিহীন ইটভাটা তৈরী করে জালানী কাঠ দিয়ে ইট পোড়ানোর অভিযোগে ভাটা মালিক গবর গাড়া গ্রামের বাচ্চু সরকারকে এক লক্ষ টাকা জরিমানা ও মুচলেকে দিয়ে সর্তক করে দেওয়া হয়। এ সময় এক্সকিউটিভ ম্যাজিষ্ট্রেট ইশরাত জাহান (সহকারী কমিশনার ভূমি) ভাটা মালিককে বলেন দুই দিনের ভিতর সমস্ত কাঠ অপসারণসহ ইটভাটা সম্পুর্ন বন্ধ রাখতে নির্দেশ দেন। সেই সাথে আরও সর্তক করে বলেন এর পরও যদি কোনরুপভাবে ভাটার কাজ চলে তাহলে ২০ লক্ষ টাকা জরিমানাসহ ২ বছর পযর্ন্ত জেল হওয়ার সম্ভাবনা থাকবে। তিনি আরও বলেন- পরিবেশ রক্ষার্থে সরকারের নির্দেশ পালন করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
এ অভিযানে সহযোগিতা করেন নবগঠিত গড়াইটুপি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুর রহমান (রাজু) তিতুদহ ইউনিয়ন ভূমি অফিসের অফিসার মাহাতাব উদ্দিন, সার্ভেয়ার শামসুল হক, গড়াইটুপি ইউনিয়নের ওর্য়াড সদস্য চান, সাইদ খোকন, লিটুসহ তিতুদহ ক্যাম্পের টু আই সি নুর হোসেন ও ৬ পুলিশ সদস্য।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.