রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১০:৫৬ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর দর্শনা আইসিপি বিওপির টহল কমান্ডার নায়েক তুষার সঙ্গীয় ফোর্স নিয়ে গত সোমবার দুপুর সাড়ে ১২টার সময় অভিযান চালিয়ে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত জয়নগর গ্রামের জয়নগর মেহগনি বাগান থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে। যার আনুমানিক মূল্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত মদ চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
এদিকে একই দিনে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর ঝাঁঝাঁ বিওপির টহল কমান্ডার হাবিলদার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর থানার অন্তর্গত ঝাঁঝাঁ গ্রামের বাঁশ বাগান থেকে ২৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ১০,৮০০/- (দশ হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.