বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৯:২৫ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
গত সোমবার দিনগত রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি এইচ. এম. শফিকুর রহমান এর নেতৃত্বে যশোর জেলার চৌগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।
পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে যশোর জেলার চৌগাছা থানাধীন ইসাপুর সাকিনস্থ লালের ভাটা এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ০১ জন মাদক ব্যবসায়ীকে আট করে।
আটককৃত ব্যবসায়ী সোহাগ হোসেন (২৫), পিতা- ইসমাঈল হোসেন, সাং-হুদাপাড়া, থানা- চৌগাছা, জেলা-যশোর। উক্ত গ্রেফতারকৃত আসামীর দখল থেকে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে যশোর জেলার চৌগাছা থানায় হস্তান্তর করতঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারার মামলা করা হয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.