শনিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২১, ০৮:৪৪ অপরাহ্ন
কামাল হোসেন খাঁন বাড়াদী (মেহেরপুর) প্রতিনিধি :
দ্বিতীয় ধাপে মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এতে এক মেয়র পদের স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে।
মঙ্গলবার মেহেরপুর জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের সভাকক্ষে সকল প্রার্থীদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। গাংনী পৌরসভার মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছিলেন মোট ৮জন। এরা হলেন- আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ও গাংনী পৌরসভার সাবেক মেয়র আহম্মেদ আলী,বিএনপির মনোনিত প্রার্থী ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, স্বতন্ত্র প্রার্থী ও গাংনী পৌরসভার বর্তমান মেয়র আশরাফুল ইসলাম,স্বতন্ত্র প্রার্থী ইনসারুল হক ইনসু,বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম,ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনিত প্রার্থী আবু হুরাইরা।
মেহেরপুরের গাংনী পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে ৪০জন তাদের মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ মনোনয়নপত্র দাখিল করেন।
গাংনী পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার আহমেদ আলী যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন। তথ্যাবলি ও কাগজপত্রাদি অসমাপ্ত থাকায় মেয়র পদের স্বতন্ত্র প্রার্থী ইনসারুল হক ইনসুর প্রার্থীতা বাতিল ঘোষণা করেন। এছাড়াও অন্যান্য পদের সকল প্রার্থীর প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন।
উল্লেখ্য,গাংনী পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৩৫৭টি। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৯ হাজার ৭৬০জন। নারী ভোটার সংখ্যা ১০হাজার ৫৯৭জন।
আগামী ১৬ জানুয়ারী ইভিএম পদ্ধতিতে গাংনী পৌরসভার ভোটগ্রহণ অনুুষ্ঠিত হবে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.