সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:০৯ পূর্বাহ্ন
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরের মুজিবনগরে মুজিবনগর বিশ্ববিদ্যালয়সহ দেশের তিন জেলায় ৩টি বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নীলিমা আফরোজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা গেছে। বাকী দু’টি বিশ্ববিদ্যালয় হচ্ছে নারায়নগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নাটোরে ড.এম ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ৩টি যুগোপযোগী খসড়া প্রণয়ন কমিটি করে দ্রুত পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন কে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
মেহেরপুর বাসীর দীর্ঘ দিনের লালিত স্বপ্ন এখন বাস্তবের পথে। মেহেরপুরের বিভিন্ন সামাজিক সংগঠন ও সুধী জনেরা; প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আনন্দ উল্লসে মেতে উঠেছে মেহেরপুরের সর্বস্থরের মানুষ। মেহেরপুরের এই বিশ্ববিদ্যালয়টি হলে- মেহেরপুর-চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন প্রাণত থেকে ছেলে মেয়েরা পড়তে এসে বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধু ও মুজিবনগর অনেক কিছুৃ জানতে পারবে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.