বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৪:১৯ অপরাহ্ন
দামুড়হুদা থেকে, তানজীর ফয়সাল:
মুজিব শতবর্ষ উদ্যাপন উপলক্ষে দামুড়হুদায় স্মার্ট গোর্ট ভিলেজের আওতায় ছাগলের শতভাগ পিপিআর টিকা প্রদান ও ডিওয়ার্মিং কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, সোমবর সকাল ৮টার সময় দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ দপ্তর উপজেলা সদরের দেউলী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। এ কার্যক্রমে এলাকার প্রায় ১৩০০ ছাগলের পিপিআর ভ্যাকসিন প্রদান করা হয়েছে বলে জানা যায়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.