রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৫৮ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
আগামী ২৮শে ডিসেম্বর চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। (২০ ডিসেম্বর) রবিবার বেলা ৩টার সময় পৌর এলাকার ০১নং ওয়ার্ডের মালোপাড়া, সিএন্ডবি পাড়া, কেদারগঞ্জ বাজার, ভেমরুল্লাসহ বিভিন্ন স্থানে নির্বাচনী পথসভা ও গণসংযোগ করেন।
মহল্লার প্রতিটি পাড়ায় পাড়ায় প্রতিটি বাড়িতে গিয়ে জনগণের নিকট ভোট চেয়েছেন। এলাকার সাধারণ মানুষ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে স্বত:স্ফুর্তভাবে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আশ্বাস দেন বলেন জানান, প্রচারনায় অংশ গ্রহনকারি আওয়ামী নেতা-কর্মীগণ। অনেকে নৌকার প্রার্থী জাহাঙ্গীর আলম মালিক খোকনকে মাথায় হাত দিয়ে আর্শীবাদ করেন। চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নৌকার মাঝি জাহাঙ্গীর আলম মালিক খোকনকে সাথে নিয়ে সাধারন ভোটারদের হাতে হাতে লিফলেট বিতরণ করেন এবং চুয়াডাঙ্গা পৌরসভার থমকে যাওয়ার উন্নয়ন যাত্রাকে আবারো গতিশীল করার আশা ব্যক্ত করেন।
রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা নির্দ্দেশনা হিসেবে আমরা অবশ্যই নৌকাকে বিজয়ী করাবো। আমরা যারা স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি আমরা সবাই একযোগে নৌকার পক্ষে কাজ করছি ও করে যাব। এভাবে বিজয়ের পথ ধরেই চুয়াডাঙ্গা পৌরসভার উন্নয়নকে বহুগুনে বাড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করবো। বিগত ৫ বছরে চুয়াডাঙ্গা পৌরবাসী উন্নয়নের নামে ধোকাবাজির সে ফিরিস্তি সম্পর্কে জেনেছে। তাই তাদেরকে ভুল পথে আর পরিচালিত করা যাবে না। তাই নৌকার জয় সু-নিশ্চিত।
নির্বাচনী প্রচারনায় সফর সঙ্গী ছিলেন চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরল ইসলাম জোয়ার্দ্দার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আলাউদ্দিন হেলা, জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, বিশিষ্ট ব্যাবসায়ী বিপুল।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ০১নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি শরিফুল ইসলাম, রমজান আলী চান্দু, শহিদুল ইসলাম, তোরাব আলী, সাংগঠনিক সম্পাদক স্বপন আলী, দপ্তর সম্পাদক রমজান আলী পিন্টু, প্রচার সম্পাদক জহুরুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক রিপন আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লাল মিয়া, নির্বাচনী কমিটির সকল আহবায়ক ও যুগ্ম আহবায়ক সহ সকল সদস্যবৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃীবৃন্দ ও স্থানীয় এলাকাবাসী।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.