সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৯:১৯ পূর্বাহ্ন
বাড়াদী (মেহেরপুর) প্রতিনিধি:
মেহেরপুর শহরের শেখ পাড়ায় অভিযান চালিয়ে মেহেরপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শিউলি আক্তারসহ ১৮ শিবির নেতা-কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১৯ ডিসেম্বর) বিকেলের দিকে পৌর নারী কাউন্সিলর শিউলি আক্তারের ভাড়া বাড়ি থেকে গোপনে বৈঠক কালে তাদের আটক করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সূত্রে সংবাদ পেয়ে ডিবি পুলিশের একটি দল শহরের শেখ পাড়ায় পৌরসভার ৪,৫,৬ নম্বরের সংরক্ষিত নারী কাউন্সিলর শিউলি আক্তারের বাড়ি ঘেরাও করে ডিবি পুলিশের একিদল। ওই সময় শিবিরের একটি গোপন বৈঠক চলছিল। ডিবির হাতে আটককৃতরা হলেন- মেহেরপুর শহরের হঠাৎ পাড়ার আব্দুল ওহাবের ছেলে মেহেদী হাসান(২২), সানোয়ার হোসেনের ছেলে সাখাওয়াত হোসেন (২২), মেহেরপুর সদর উপজেলার আশরাফপুর গ্রামের আবুল কালাম সাহারের ছেলে রাজু আহমেদ (২২), আক্কাস ছেলে আবুল হাসান (২২),রমিজ উদ্দিনের ছেলে মাহাবুব(১৮), কামদেবপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আবুল বাশার(২০),মেহেরপুর বড় বাজার এলাকার সৈয়দ মাহবুব হাসান এর ছেলে যুবায়ের হাসান(১৫), চকশ্যামনগর গ্রামের আজগর আলীর ছেলে সাইফুল ইসলাম (১৯), তাতিপাড়া নুরুল ইসলামের ছেলে কামরুল ইসলাম(১৫),বন্দর গ্রামের আবু তোয়াবের ছেলে আল সাইফ(১৬), আলমপুর গ্রামের আজিজুল হকের ছেলে ইকবাল হোসেন(১৮),মেহেরপুর হঠাৎ পাড়ার গিয়াস উদ্দিনের ছেলে আব্দুল্লাহ (১৮), চকশ্যামনগর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে আল-হেলাল রোমান(১৪) বজলুর রহমানের ছেলে আবু জাফর (১৬), নতুন পাড়ার লাল মিয়ার ছেলে হৃদয় ,সেলিম রেজা ছেলে মাসুদ(১৫), কোলা গ্রামের শহিদুল ইসলামের ছেলে খালিদ সাইফুল্লাহ (৪৮)। এ সময় তাদের কাছ থেকে ১৪টি বাইসাইকেল, তিনটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ বই ও ক্যালেন্ডার উদ্ধার করে পুলিশ।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, শিবিরকর্মীরা এখানে নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে আরো খোঁজখবর নিয়ে আইনের আওতায় আনা হবে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.