সোমবার, ০১ মার্চ ২০২১, ০৭:০৮ পূর্বাহ্ন
বিশেষ প্রতিনিধিঃ
দামুড়হুদায় এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ্যাখলেটিকস্ প্রতিযোগিতার শেষে জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে পুরস্কার বিতারণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি ও দামুড়হুদা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম.নুরুন্নবী, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামিরুল ইসলাম।এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা রফিক, দেউলি সরকারি প্রার্থমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি খাতুন, দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক অপু সরকার, ছাত্রলীগ নেতা আশরাফুল আলম সুমন। এসময়
দামুড়হুদা উপজেলার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ এ্যাথলেটিকস্ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে তিনটি গ্রুপে ৫৪জন বিজয়ী শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দামুড়হুদা উপজেলা
পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.