বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:৫০ অপরাহ্ন
দামুড়হুদা থেকে, তানজীর ফয়সালঃ
দামুড়হুদায় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলি আজগর টগরের ঐচ্ছিক তহবিল থেকে দামুড়হুদায় সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
জানা যায়, বুধবার বেলা ১১টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের এমপি হাজী আলি আজগর টগরের ঐচ্ছিক তহবিলের অর্থায়নে উপজেলার অসহায় সুবিধা বঞ্চিত ৪৫জন নারীকে সাবলম্বী করার লক্ষে ৪৫টি সেলাই মেশিন বিতরণ করা হয়।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো মহিউদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম,মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন প্রমুখ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.