সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ১২:৪২ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন, ঝিনাইদহ জেলা প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুরে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে ও উপজেলা সহঃশিক্ষা অফিসার জিয়াউর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -আসনের (কোটচাঁদপুর -মহেশপুর) মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শফিকুল আজম খান চঞ্চল।বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শরিফুনেচ্ছা মিকি,উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মাহবুবুল আলম, উপজেলা আঃলীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী,সিনিঃসহসভাপতি লুৎফর রহমান, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল, যুগ্ম আহবায়ক সহিদুজ্জামান সেলিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রতন কুমার সহ আগত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানশেষে অতিথিবৃন্দরা বিজ্ঞান মেলার বিভিন্ন স্টোল পরিদর্শন করেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.