রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১, ০৯:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :
দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে ২০২০-২০২১ অর্থ বছরে রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র/প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা, বোরো ধান, সরিষা, গম, মুগ, পেঁয়াজ বীজ এবং রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করেছেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আলী মুনছুর বাবু ।
রবিবার ২২ নভেম্বর সকাল সাড়ে ১০ টার সময় দামুড়হুদা উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে
জননেত্রী শেখ হাসিনার দেয়া বিনামূল্যে সার ও ভুট্টার বীজ প্রকৃতি চাষীদের মাঝে তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো মহিউদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হযরত আলী সহ কৃষকগন উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.