শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ০৯:১৭ অপরাহ্ন
কোটচাঁদপুর ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কোটচাঁদপুরে চলন্ত ট্রেনের ধাক্কায় গুরতর আহত ভ্যান চালক দুলাল বিশ্বাস (৬২) মারা গেছেন।বৃহস্পতিবার গভীর রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত দুলাল বিশ্বাস উপজেলার মামুনশিয়া গ্রামের মৃতঃ খোরশেদ বিশ্বাসের ছেলে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকালে বলুহর বটতলা রেল গেইট সংলগ্ন এলাকায় রেল লাইনের পাশেই আগাছা কাটছিলেন দুলাল।
এসময় ঢাকা থেকে খুলনা অভিমূখে সুন্দরবন এক্সপ্রেস ডাউন ট্রেনের সঙ্গে দুলাল সজোরে ধাক্কা খায়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেয়।
পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যুু হয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.