শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০০ পূর্বাহ্ন
করোনা কালে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর সপ্তম ভাষণ। লকডাউন শেষ হলেও করোনা এখনও বিদায় নেয়নি। সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক মাসে দেশবাসীর চেষ্টায় করোনা পরিস্থিতি অনেকটাই শুধরেছ। কিন্তু সেই পরিস্থিতি থেকে ফের নতুন করে করোনার বাড়বাড়ন্ত মেনে নেওয়া যায় না।
উৎসবের মরসুমে এসে গা ছাড়া দিলে চলবে না বলেও সাবধান করেছেন প্র্ধানমন্ত্রী। তিনি বলেন, অনেকেই মাস্ক পরছেন না। এটা শুধু নিজেদের নয়, পরিবারের সবাইকেই বিপদে ফেলছেন বলেও মন্তব্য করেন মোদী।
মোদীর বার্তা:
• কিন্তু সতর্কতা কমানো একদমই ঠিক নয়, তা হলে সেই খুশি দুঃখে পরিণত হতে পারে
• যতক্ষণ না টিকা আবিষ্কার হচ্ছে, ততক্ষণ ঢিলা দেওয়া যাবে না
• অনেকগুলি টিকার কাজ চলছে দেশে
• আমাদের দেশের বিজ্ঞানীরাও জানপ্রাণ দিয়ে লড়ছেন
• বহু দেশ টিকা আবিষ্কারের জন্য কাজ করছেন
• টিকা না আসা পর্যন্ত বিধি নিষেধে কোনও শিথিলতা দেখাবেন না
• আমেরিকা-ইউরোপের বহু দেশের চেয়ে করোনার লড়াইয়ে এগিয়ে ভারত
• জনতা কার্ফু থেকে আজ পর্যন্ত অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে এসেছি আমরা
• অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি এসেছে
• উৎসবের মরসুমে করোনা ধীরে ধীরে কমছে
• তবে আমাদের ভুললে চলবে না, লকডাউন চলে গেলও ভাইরাস যায়নি
• গত কয়েক মাসে দেশবাসীর প্রচেষ্টায় পরিস্থিতি অনেকটা শুধরেছে
• দেশে সুস্থতার হার অনেক বেশি, মৃত্যু হার কমেছে
সূত্র: আনন্দবাজার পত্রিকা
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.