সোমবার, ১৯ এপ্রিল ২০২১, ০৮:২৩ পূর্বাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের ৫ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়ে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামিক ফাউণ্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনিস মাহমুদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ইসলামের প্রচার ও প্রসারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন। তার একমাত্র উদ্দেশ্য ছিল ইমাম সাহেবরা প্রশিক্ষণপ্রাপ্ত হয়ে আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাবেন। সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ ইসলামে কোন স্থান নেই। ইমাম ওলামাদের এ ব্যাপারে সাধারণ মানুষকে বোঝাতে হবে। প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রশিক্ষণলব্ধ জ্ঞান আপনারা নিজ নিজ এলাকায় গিয়ে মানুষের কল্যাণে কাজ করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন চুয়াডাঙ্গার উপপরিচালক এবিএম রবিউল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান।দৈনিক আমাদের চুয়াডাঙ্গা ডটকম/এ এইচ
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.