শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১, ০৫:৫৯ পূর্বাহ্ন
কার্পাসডাঙ্গা (চুুুুুয়াডাঙ্গা) প্রতিনিধি:
দামুড়হুদা উপজেলার দুর্গাপুর গ্রামের ছত এর ছেলে আশা’র (৫৫) বিরুদ্ধে একই গ্রামের আব্দুল মালেকের ছেলে নাজমুল (হুনু)(২৫) কে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে।
জানা গেছে যে,দুর্গাপুর মাঠের ভিতর কদমখালী নামক স্থানে শুক্রবার রাত ১১টার দিকে এই ঘটনা ঘটে।মাছ চুরির ঘটনা জানাজানি হওয়ায় এই ঘটনা ঘটেছে বলে আহত নাজমুল জানান।
কদমখালী নামক স্থানে
একাধিক ব্যক্তির মৎস্য চাষের পুকুর আছে।
কেউ নিজ মালিকানা পুকুর কেউ আবার অন্যর পুকুর লিজ নিয়ে চাষ করে।
প্রত্যেক পুকুরে মালিকপক্ষ নাইট গার্ড রাখেন পুকুর পাহারা দেওয়ার জন্য।
নাজমুল নিজের পুকুর চাষের পাশাপাশি রাতেও পুকুর পাহারা দিয়ে থাকে।
বেশ কিছুদিন থেকে আশা ও তার কয়েকজন সহোযোগী পুকুরগুলোতে মাছ চুরি করে এরকম কথাবার্তা নিয়ে
সন্ধ্যা সাতটার দিকে দূর্গাপুর বটতলার নিকটে এক চায়ের দোকানে আশা ও নাজমুল এর মধ্যে তর্ক-বিতর্ক হয়।
এক পর্যায়ে আশা নাজমুলকে জনসম্মুখে রাতে পুকুরে পেলে মেরে ফেলার হুমকি দেয়।
রীতিমতো নাজমুল রাতে তার পুকুর পাহারা দিচ্ছিল।রাত ১১টার দিকে
অন্ধকারে মধ্যে দিয়ে আশা পুকুর পাহাররত অবস্থায় নাজমুলকে পিছন থেকে বেধড়ক মারপিট শুরু করে।
এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে নাজমুলকে পুকুরে ফেলে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায়।
পানিতে জোরজবরদস্তির শব্দ শুনে এগিয়ে আসে পার্শ্ববর্তী পুকুর মালিক জাহাঙ্গীর ও পাহারাদার নুন্নু।
লোকজনের উপস্থিতি টের পেয়ে হত্যার চেষ্টাকারী আশা একটু অন্যমনস্ক হলে নাজমুল নিজেকে ছাড়িয়ে নিয়ে প্রাণপণে সাতার কেটে পুকুর পার হয়ে নিকটবর্তী আখ ক্ষেতে লুকিয়ে পড়ে।নাজমুলের সাথে থাকা সাত হাজার টাকা ও মোবাইল পানিতে হারিয়ে যায়।শেষ খবর পাওয়া পর্যন্ত নাজমুল এর পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.