বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৫:৫৪ পূর্বাহ্ন
তানজীর ফয়সাল (চুয়াডাঙ্গা) দামুড়হুদা থেকে :
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া সিক্স-সাইড ফুটবল টুনামেন্টের উদ্বোধনী খেলার উদ্বোধন করা হয়েছে। জানা গেছে ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪ টার সময় দামুড়হুদা উপজেলার পুড়াপাড়া গ্রামের ছাত্র ও যুবসমাজের আয়োজনে সিক্স সাইড ফুটবল খেলার উদ্বোধন করা হয়। ফুটবল টুনামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলি। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আ:লীগ নেতা আব্দুল আলিম,মতিয়ার রহমান,নিজাম উদ্দিন,ইউনুছ আলি,শরিফ উদ্দিন,রহিম,শাহিন আলি, মন্টু ড্রাইভার,যুবলীগনেতা রনি,ইলিয়াস হোসেন,ইকরামুল হক,সুমন,ছাত্রলীগনেতা তামিম,মিলন,রাফি প্রমুখ। খেলায় রেফারির দায়িত্বে ছিলেন হামিদুল ইসলাম। খেলায় অংশগ্রহণ করে পুড়াপাড়া একাদশ বনাম বনানীপাড়া একাদশ। খেলায় নির্ধারিত সময়ে বনানীপাড়া একদশ কে হারিয়ে ১-০ গোলে জয়লাভ করে পুড়াপাড়া একাদশ। উদ্বোধনী অনুষ্ঠানে খেলা শুরুর আগে উদ্বোধনী খেলায় অংশ গ্রহনকারী বনানীপাড়া একাদশ কে এক সেট জার্সি ও পুড়াপাড়া একাদশ কে একটি ফুটবল প্রদান করেন খেলার প্রধান অতিথি।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.