সোমবার, ০১ মার্চ ২০২১, ১২:১২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার :
দর্শনা থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আশরাফুল আলমকে আটক করেছে পুলিশ।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক দেশবাসীকে মাদক মুক্ত বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে, মাননীয় আইজিপি মহোদয়ের দিক নির্দেশনায় এবং চুয়াডাঙ্গার জেলার পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর দিক নির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাবুব রহমান কাজলের নেতৃত্বে। শুক্রবার ৪ সেপ্টেম্বর দুপুর পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এস আই জাকির হোসেন সহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা কেরুজ জিয় গেটের সামনে পাকা রাস্তার উপর হতে আকন্দবাড়িয়া গ্রামের গোলাম রসুলের ছেলে আশরাফুল আলম ( ৩০) কে আটক করে পুলিশ। এসময় আটককৃত আসামির কাছ থেকে দুই (২) কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুব রহমান কাজল বলেন আটককৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক কোর্ট প্রেরণ করা হয়েছে।।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.