রবিবার, ১৮ এপ্রিল ২০২১, ১১:৪৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : করোনা সংকট মোকাবেলায় সারা বিশ্বের সচেতন মানুষদের কাধে কাধ মিলিয়ে বিপদগ্রন্থ মানুষের পাশে এসে দাড়িয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ, কলামিষ্ট, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। তিনি শুধুমাত্র মুদ্রণ খরচ নিয়ে ৫৬ পৃষ্ঠায় ৮০ গ্রাম অফসেট ডিমাই সাইজের ‘করোনা থেকে বাঁচার উপায়….’ শীর্ষক একটি গ্রন্থ রচনা করেছেন যা করোনাতংক মানুষদের সাহস জোগাবে এবং করোনা সচেতনতা বৃদ্ধি করবে।
গত ৪রা সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ কার্যালয়ে বাছাই করা সেরা সচেতন পাঠকদের হাতে বই তুলে দিয়ে গ্রন্থ প্রচারণার উদ্বোধন করেন। গ্রন্থটি ৪ রঙা আকর্ষণীয় প্রচ্ছদে মুদ্রিত। দৃষ্টিনন্দন এই গ্রন্থটি দু’ধরণের বাঁধাই এ বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। বোর্ড বাধাই গ্রন্থের মূল্য একশত টাকা এবং পিন বাঁধা-এর মূল্য মাত্র পঞ্চাশ টাকা। বইটি সংগ্রহের মাধ্যমে করোনা সম্পর্কে আরও সচেতনতা বৃদ্ধি করবে মর্মে লেখক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী আশাবাদ ব্যক্ত করেছেন। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনসার আলী ‘করোনা থেকে বাঁচার উপায়…..’ গ্রন্থটি সংগ্রহের মাধ্যমে নিজেকে এবং পরিবারের সদস্যদের সুরক্ষা রাখতে অনুরোধ জানিয়েছেন। গ্রন্থের লেখক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের বর্তমান সভাপতি এবং মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন, চুয়াডাঙ্গা খেলাঘর আসর এর আহবায়ক ছাড়াও বহু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নিষ্ঠাবান সংগঠক।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.