শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৭:২০ অপরাহ্ন
দামুড়হুদা থেকে, তানজীর ফয়সাল:
‘মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার’এই স্লোগানকে সামনে রেখে আইনী সহায়তা মানুষের দোর গোড়ায় পৌছে দেওয়ার জন্য দামুড়হুদা সদরে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
জানা গেছে, (২ সেপ্টম্বর) দামড়হুদা উপজেলার ০৭ নং দামুড়হুদা সদরে বিট পুলিশ কার্যক্রম উদ্বোধন করা হয়। বিট পুলিশিং কার্যক্রমে দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম মিল্টনের সভাপতিত্বে সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) আবু রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করেন।
উদ্বোধন কালে উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামড়হুদা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও দামুড়হুদা সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হযরত আলী প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সদর ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য সহ স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বিট পুলিশিং কার্যক্রম সস্পর্কে সকলকে অভিহিত করনে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ রোধ, নারী নির্যাতন, ইভটিজিং, পারিবারিক কলহ রোধকল্পে বিট পুলিশের পুলিশিং কার্যক্রম চালু করা হলো। সর্বপরি এলাকার মানুষের কষ্ট লাঘবের জন্য এবং পুলিশিং সেবা মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও পুলিশিং কার্যক্রম আরো গতিশীল করতে বিট পুলিশিং কার্যক্রম উদ্বোধন করা হয়।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.