বুধবার, ০৩ মার্চ ২০২১, ০৮:৪৮ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ জেলায় যোগদানের পর থেকে একেরপর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। শুধু জেলার আইনশৃঙ্খলার দ্বায়িত্ব নিয়ে তিনি বসে থাকেননি। আইনশৃঙ্খলার পাশাপাশি তিনি সামাজিক দ্বায়িত্ব নিয়েও একরপর এক দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন। গতকাল বুধবার তিনি ভেঙে যাওয়া এক সংসারকে জোড়া লাগিয়েছেন। সেই সাথে এক অবুঝ শিশু ফিরে পেয়েছে তার শ্নেহের বাবাবে।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়ার আল আমিনের মেয়ে হালিমা খাতুনের সাথে ৩ বছর আগে ইসলামি শরিয়া মোতাবেক বিয়ে হয় দামুড়হুদা উপজেলার বেড়বাড়ী গ্রামের আব্দুল হামিদের ছেলে নাজিম উদ্দিনের সাথে। সংসার জীবনে তাদের ঘর আলো করে আসে এক পুত্র সন্তান। পিতা-মাতার আদরের সন্তানের নাম রাখা হয় লামমিম। বর্তমানে তার বয়স ৮ মাস। গত ৪ মাস আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের সংসারে দেখা দেয় কালো মেঘের ঘনঘটা। সেই কালো মেঘ অবশেষে বিচ্ছেদে পরিনত হওয়ার উপক্রম। বিচ্ছেদ যখন চুড়ান্ত পর্যায়ে ঠিক তখনই হালিমা খাতুন সন্তানের কথা ভেবে এবং সংসার ঠিক রাখতে চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপারের দ্বারন্ত হন। সংসার টিকিয়ে রাখতে তিনি পুলিশ সুপারের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার জাহিদুল ইসলাম লিখিত অভিযোগটি ‘উইমেন সাপোর্ট সেন্টারে’ নারী এএসআই মিতা রানী বিশ্বাসকে দিলে তিনি উভয় পক্ষকে পুলিশ সুপারের কার্যালয়ে হাজির করেন। উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামের প্রত্যক্ষ মধ্যস্থতায় নাজিম উদ্দিন ও হালিমা খাতুন দম্পত্তি পুনরায় সংসার করতে সম্মতি প্রকাশ করেন। ফলে উইমেন সাপোর্ট সেন্টারের কল্যাণে ৮মাস বয়সের শিশু লামমিম একসাথে ফিরে পেল তার বাবা-মা’কে এবং তাদের আদর। শুধু তাইনা নাজিম উদ্দিন ও হালিমা খাতুন ফিরে পেল একটি সুখের সংসার।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.