বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১, ০৪:২৯ অপরাহ্ন
মদনা চুয়াডাঙ্গা প্রতিনিধি :
চুয়াডাঙ্গগার অান্দবাস পশ্চিমপাড়া যুব সংঘ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর গতকাল বুধবার ৩য় খেলায় অংশ গ্রহন করে মদনা একাদশ বনাম বল্লবপুর একাদশ উক্ত খেলায় ১ ‘ ১ গোলে সমতা হওয়াই ট্রাইবেকারের মাধ্যামে ৫ ; ৪ গোলে মদনা একাদশ জয় লাভ করে। উক্ত খেলায় রেফারি হিসাবে দ্বায়িত্ব পালন করে বা-ফু-ফে কর্তৃক স্বিকৃতি প্রাপ্ত রেফারি সোহেল রানা।বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেনেন সভাপতিত্বে ম্যাচটির প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দীন বিশ্বাস।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.