মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১১:২৫ অপরাহ্ন
ডিঙ্গেদহ (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:
চুয়াডাঙ্গার শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও প্রকৃত দোষীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৫ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের আয়োজনে ডিঙ্গেদহ বাজারে এ কর্মসূচী পালন করা হয়। শংকরচন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে মানববন্ধ কর্মসূচীতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এ সময় তিনি বলেন, বর্তমান চুয়াডাঙ্গা যুবলীগের যেসব নেতাকর্মীরা আছেন তারা শান্তির রাজনীতিতে বিশ্বাসি। যুবলীগের নেতাকর্মীরা কখনও মারামারি-হানাহানিতে বিশ্বাস করেনা। তিনি বিএনপি-জামায়াতের নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কখনই চাননি এদেশের মানুষ শান্তিতে থাকুক।
আপনারা যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে যুবলীগের শান্ত রাজনীতিতে অশান্তির অশুভ ছাঁয়ায় পরিনত করতে চাচ্ছেন। আমরা শান্ত আছি আমাদের শান্ত থাকতে দিন। আমাদের অশান্ত করবেন না। তিনি পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আপনারা সঠিক তদন্ত করে প্রকৃত দোষিকে শাস্তির আওতায় এনে সঠিক বিচার করবেন। শুধু তাইনা যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান প্রধান অতিথি নঈম হাসান জোয়ার্দ্দার। মানববন্ধনে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, সাহী, দরুদ, সৈকত, সুইট, কবীর, সজল, আলিম, জুয়েল, মোতালেব, বক্কর, লোকমান, নোমান, নাঈম, লিপটন, ফরিদ, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবীর বনফুল, সাধারণ সম্পাদক একরামুল হক জান্টু, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন, প্রচার সম্পাদক আমান, সাংগঠনিক সম্পাদক হারুন, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পালাশ, নবগঠিত নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রহিদুল ইসলাম, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজা, সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম রানা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাবেক অর্থবিষয়ক সম্পাদক আখতার হোসেন রনিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের অন্যান্য নেতাকর্মীরা।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.