সোমবার, ০১ মার্চ ২০২১, ০৪:৩৪ পূর্বাহ্ন
কুষ্টিয়া প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় স্থানীয় সাংসদ সরওয়ার জাহান বাদশার ফুফাতো ভাই হাসিনুর রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। (২৯ আগষ্ট) শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ফিলিপনগর গ্রামে পদ্মা নদীর পাড়ে ফিলিপনগর রক্ষাবাঁধের ওপর ঘটে এই হত্যা ঘটনাটি। পুলিশ হাসিনুরকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে।
হাসিনুর রহমানকে (৫৫) কুপিয়ে হত্যার অভিযোগে আটক ব্যক্তির নাম মজিবর রহমান। তিনি একাই এ ঘটনা ঘটিয়েছেন বলে স্থানীয় লোকজন পুলিশকে জানিয়েছেন। হাসিনুরের লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাসিনুর রহমান ফিলিপনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সাংসদ সরওয়ার জাহানের ফুফাতো ভাই হাসিনুর রহমান প্রতিদিনের মতো প্রাতঃভ্রমণে বের হন। গ্রামের পাশ দিয়ে পদ্মা নদীর বাঁধের ওপর দিয়ে তিনি হাঁটছিলেন। এ সময় হঠাৎ করে পেছন থেকে ধারালো হাঁসুয়া দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় কোপাতে থাকেন এক ব্যক্তি। স্থানীয় লোকজন দেখতে পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে আসেন। সেখানে নেওয়ার ক’এক মিনিটের মধ্যে তিনি মারা যান।
নিহত হাসিনুর রহমানের পরিবার থেকে জানানো হয়, তিনি এলাকায় আওয়ামী লীগের রাজনীতি করতেন। ব্যক্তি জীবনে নিহত হাসিনুর ছিলেন অবিবাহিত।
স্থানীয় একাধিক সূত্র জানায়, বেশ কিছুদিন আগে এলাকায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় থানায় হত্যা মামলা হয়। মামলার বাদী ও বিবাদীকে নিয়ে হাসিনুর রহমান সমঝোতা করার চেষ্টা চালাচ্ছিলেন। হাসিনুর রহমানকে হত্যার অভিযোগে আটক এই মজিবর রহমান ইতিপূর্বে ছুরিকাঘাতে নিহত ওই স্কুলছাত্রের বাবা।
এ বিষয়ে সরওয়ার জাহান বাদশা এমপি বলেন, তিনি বর্তমানে ঢাকায় আছেন। ঘটনা শোনার পরপরই তিনি গ্রামের বাড়ীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি আরও বলেন, তার ভাই আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা ও মসজিদের উন্নয়নে ব্যাপক কাজ করতেন তিনি। একজন সমাজ সেবককে কেন নির্মমভাবে হত্যা করা হলো,Ñ তা তিনি বুঝতে পারছেন না।
এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত বলেন, হাসিনুর রহমানকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এলাকায় একটু উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.