রবিবার, ০৭ মার্চ ২০২১, ০৫:২৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিল সহ দুই জন মাদকব্যবসায়ীকে আটক করেছে।মঙ্গলবার (২৫ আগষ্ট) দুপুর ১:৩০ মিনিটের সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাংগা থানার এসআই (নিঃ) মো. হাসানুজ্জামান সহ একটি চৌকস টিম সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলাতদিয়াড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচলনা করেন।
দৌলাতদিয়াড় গ্রামস্থ বাদালপাড়া পাকা রাস্তার পূর্ব পাশে মো. মিলন আলীর মুদি দোকানের সামনে থেকে দুই জন মাদকব্যবসায়ীকে আটক করেন। আটককৃতদের কাছ থেকে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা সদর থানাধীন দৌলাতদিয়াড় দক্ষিনপাড়ার মৃত পুটে মিস্ত্রির ছেলে মো. হেলাল (২৬), নাসির উদ্দীনের ছেলে মো. মিলন আলী (২৭)।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.