বুধবার, ২১ এপ্রিল ২০২১, ১১:১৭ অপরাহ্ন
ষ্টাফ রিপোর্টার :
চুয়াডাঙ্গা জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগষ্ট) বেলা ১১টায় জুম অ্যাপে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, করোনাভাইরাসের কারণে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার করে আমরা মিটিংসহ যাবতীয় সরকারি কাজ করছি। উন্নয়নমূলক কাজ থেমে নেই। গত কয়েকমাসে চুয়াডাঙ্গার অনান্য সকল কাজ স্বাভাকি আছে। এখন শক্ত হয়ে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসকে প্রতিরোধ করতে হবে।
প্রশাসন এবং সংশ্লিষ্ট সকল দপ্তর দিন-রাত মাঠ পর্যায়ে কাজ করছে। দীর্ঘদিন লকডাউন থাকার পর, এখন লকডাউন উঠিয়ে দেওয়া হয়েছে। তবে সচেতন থাকতে হবে। প্রতিনিয়তই স্বাস্থ্যবিধি না মানার জন্য জরিমানা করা হচ্ছে ভ্রাম্যমান আদালতে। সভায় জুম অ্যাপে যুক্ত থেকে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খালেকুজ্জামান, সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন আলী, জীবননগর উপজেলা নির্বাহি কর্মকর্তা এস এম মুনিম লিংকন, এনএসআই এর উপ-পরিচালক জামিল সিদ্দিকসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ। অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীনসহ জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.