সোমবার, ০৮ মার্চ ২০২১, ০১:১৪ পূর্বাহ্ন
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) থেকে, তানজীর ফয়সাল :
মহামারী করোনা প্রদুর্ভাবের শুরু হতেই চুয়াডাঙ্গা-আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর ব্যপক ভুমিকা রেখে চলেছেন। করোনা প্রতিরোধে দামুড়হুদা উপজেলা সদরের চিৎলা গ্রমে হাজী আলী আজগার টগরের পক্ষে মসজিদের মুসুলল্লি, পথচারী, ভ্যানচালক, দোকানদারদের মাঝে মাস্ক বিতরণ করেন চিৎলা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ। (২১ জুলাই) মঙ্গলবার বিকাল ৫ টার দিকে চিৎলা ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ডাক্তারের নেতৃত্বে এ মাস্ক বিতরণ করা হয়েছে।
মাস্ক বিতরণকালে উপস্থিত মাস্ক পরিয়ে দেন চিৎলা ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ সহ-সভাপতি মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা আকবার আলি, মিলন, আক্তার, আলাসহ স্থানীয় নেতৃবৃন্দ ।দৈনিক আমাদের চুয়াডাঙ্গা ডটকম
মাস্ক বিতরণকালে ওয়ার্ড আওয়মী লীগের সভাপতি আবুল কাশেম ডাক্তার তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- দামুড়হুদা উপজেলার অহংকার জননন্দিত নেতা সংসদ সদস্য হাজী আলী আজগার টগরে পক্ষে মাস্ক বিতরণ করা হলো। আপনারা কেউ মাস্ক বিহীন অযাথা বাইরে ঘোরাফিরা করবেন না। নিয়মিত সাবান-পানি দিয়ে হাত ধোবার অভ্যস গড়ে তোলাসহ সকলকে সচেতন হওয়ার আহব্বান জানান। সর্বোপরি তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে মাস্ক বিতরণ কার্যকম শেষ করেন। মাস্ক বিতরণ কালে দৈনিক মাথাভাঙ্গার সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ ও দৈনিক পশ্চিমাঞ্চলের দামুড়হুদা প্রতিনিধি তানজীর ফয়সাল উপস্থিত ছিলেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.