সোমবার, ০১ মার্চ ২০২১, ০৬:২৭ পূর্বাহ্ন
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
আলমডাঙ্গায় করোনা উপসর্গ নিয়ে গৌউর বিশ্বাস (৭৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত ক’একদিন যাবৎ সর্দি জ্বরে ভোগার এক পর্যায়ে তাকে চুয়াঙ্গা সদর হাসপাতালে ভর্তি করার একদিন পর (২১ জুলাই) তিনি মারা যান।
স্থানীয়রা জানান ,আলমডাঙ্গার রথতলা সংলগ্ন গৌর বিশ্বাস গত শনিবার থেকে সর্দি, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি দেখা দিয়ে মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান। সন্ধ্যায় স্বাস্থ্য বিধি মেনে বকসিপুর শ্মশানে মাটি দেয়া হয়েছে।
এ সমং উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা সহকারী কমিশনার (ভুমি) হুমায়ন কবীর, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকতা ডাঃ হাদী জিয়াউদ্দিন আহম্মেদ জানান, হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। আশাকরী বুধবার রিপোর্ট পাওয়া যাবে।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.