শুক্রবার, ০৫ মার্চ ২০২১, ০৬:৩৮ অপরাহ্ন
আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :
আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত জগন্নাথপুর গ্রামের রিপন আলী (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে ৪ মাসের কারাদণ্ড দিয়েছে। (২১ জুলাই) মঙ্গলবার তাকে প্যাথেডিন বিক্রিকালে আটকের পর ভ্রাম্যামাণ আদালতের বিচারে এ সাজা প্রদান করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে মাদক ব্যবসায়ী রিপন আলী পিতার মৃত্যুর পর থেকে নিয়মিত মাদক ব্যবসা করে আসছিল। সে এলাকার যুব সমাজের কাছে প্যাথডিন, গাঁজাসহ বিভিন্ন প্রকার মাদক বিক্রয় করে আসছিল। মঙ্গলবার দুপুরের দিকে আলমডাঙ্গা পাইকপাড়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই গিয়াস উদ্দিন অভিযান চালিয়ে প্যাথডিনসহ রিপন আলীকে আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারকে জানালে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক বিক্রির দায়ে রিপন আলীকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
© All rights reserved © 2020 DailyAmaderChuadanga.com
www.